ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর দ্বিতীয় সাব-মেন্যুটি হল Import সাব-মেন্যু। ওয়েব ব্রাউজারের সার্চ বক্স থেকে http://localhost/foodpagla/wp-admin/import.php লিংকে গিয়ে ব্রাউজারের উইন্ডোতে Tools মেন্যুর Import সাব-মেন্যুটি প্রদর্শন করা যায় বা আনা যায়।
Import সাব-মেন্যুটি ব্যবহার করে অন্য কোন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগ এর পোস্ট, কমেন্ট ইত্যাদি এই ওয়েবসাইট বা ব্লগে upload করা যায়।
নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Import সাব-মেন্যুটি দেখুন।
নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Import সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।
এখানে বিভিন্ন tools গুলো তালিকা আকারে প্রদর্শিত হয়। যে প্রকার তথ্য বা data কে আমরা import করতে চাই, সেই রকম tools ইন্সটল করে নিতে হবে এখান থেকে। Install Now এবং Details নামে 2টি লিংক থাকে যা ব্যবহার করে যথাক্রমে tools গুলো ইন্সটল করতে এবং tools সম্পর্কে বিস্তারিত দেখতে ব্যাবহার করা হয়।
এখানে প্রদর্শিত tools গুলো থেকে প্রয়োজনীয় tools খুজে না পেলে, search the plugin directory লিংকটি ব্যাবহার করে বিভিন্ন প্রয়োজনীয় tools খুজে বের করা যায়।