Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Appearance, Widgets - Wordpress Appearance, Widgets


Widgets সাব-মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Appearance মেন্যুর তৃতীয় সাব-মেন্যুটি হল Widgets সাব-মেন্যু। এই সাব-মেন্যুর অপশন গুলো ব্যাবহার করে ওয়েবসাইট বা ব্লগের সকল Widget গুলো কাস্টমাইজ করা যায়।

Widgets সাব-মেন্যুতে সাধারনত যে সকল অপশন বা Widget থাকে সেগুলো হল - Gallery, Navigation Menu, Meta, Image, Search ইত্যাদি।

ওয়ার্ডপ্রেস এর Appearance মেন্যুর Widgets সাব-মেন্যুর অন্তর্গত common কিছু Widget গুলোর বর্ণনা নিচে দেখুন। এখানে সকল পরিবর্তন বা কাস্টমাইজ করার পরে   Add Widget   বাটন ব্যাবহার করে save করে দিতে হয়।


Gallery

ওয়েবসাইট বা ব্লগের Gallery তৈরি করতে বা কাস্টমাইজ করতে এই Widget ব্যাবহার করা হয়।


Navigation Menu

ওয়েবসাইট বা ব্লগের Navigation মেন্যুবারটি কাস্টমাইজ করতে এই Widget ব্যাবহার করা হয়।


Search

ওয়েবসাইট বা ব্লগের search অপশনটি তৈরি করতে এবং কাস্টমাইজ করতে এই Widget ব্যাবহার করা হয়।