Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Settings, General - Wordpress Settings, General


Settings মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর অন্তর্গত ৬ টি সাব-মেন্যু আছে, এগুলো হল General, Writing, Reading, Discussion, Media, Permalinks এবং Privacy

ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর General সাব-মেন্যু থেকে ওয়েবসাইট এর সাধারন কিছু settings করা যায়, যেমন Site Title, Tagline, WordPress Address (URL), Site Address (URL), Timezone, Date Format, Time Format ইত্যাদি।

নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর General সাব-মেন্যুটি দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর General সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।


Site Title

ওয়েবসাইট এর Title নির্ধারণ করা যায় এখান থেকে।


Tagline

এখান থেকে ওয়েবসাইট এর জন্য কোন স্লোগান নির্ধারণ করা যায়।


WordPress Address (URL)


Site Address (URL)


Administration Email Address


Membership


New User Default Role


Timezone

ওয়েবসাইট বা ব্লগে কোন Timezone বাবহ্রিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। এখানে UTC+0 পূর্ব-নির্ধারিত বা default ভাবে নির্ধারণ করা থাকে।


Date Format

ওয়েবসাইট বা ব্লগে কোন Date Format বাবহ্রিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। এখানে month Date, Year অর্থাৎ উদাহরণ স্বরূপ 10 May, 2020 এই ফরম্যাটটি পূর্ব-নির্ধারিত বা default ভাবে নির্ধারণ করা থাকে।


Time Format

ওয়েবসাইট বা ব্লগে কোন Time Format বাবহ্রিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। এখানে hours:Minute am/pm অর্থাৎ উদাহরণ স্বরূপ 12:35 pm এই ফরম্যাটটি পূর্ব-নির্ধারিত বা default ভাবে নির্ধারণ করা থাকে।


Week Starts On

কোন দিন থেকে সপ্তাহ সুরু হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। পূর্ব-নির্ধারিত বা default ভাবে Monday নির্ধারণ করা থাকে।