ওয়ার্ডপ্রেস এর Appearance মেন্যুর ছরথ সাব-মেন্যুটি হল Menus সাব-মেন্যু। এই সাব-মেন্যুর অপশন গুলো ব্যবহার করে ওয়েবসাইট বা ব্লগের সকল Menu বা মেন্যু-বার গুলো কাস্টমাইজ এবং edit করা যায়।
Menus সাব-মেন্যুতে যে সকল অপশন থাকে সেগুলো হল - Edit Menus এর অন্তর্গত Add menu items, Menu structure, এবং Manage Location.
ওয়ার্ডপ্রেস এর Appearance মেন্যুর Menus সাব-মেন্যুর অন্তর্গত অপশন গুলোর বর্ণনা নিচে দেখুন। এখানে নতুন করে মেন্যু বা নাভিগেসন বার তৈরি করা যায় এবং এই মেন্যু বা নাভিগেসন গুলোর সকল পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা যায়।
Add menu items অপশনটি ব্যবহার করে ওয়েবসাইট বা ব্লগে নতুন করে কন মেন্যু তৈরি করা হয়। এই অপশন থেকে সোশ্যাল আইকন গুলো দিয়েও মেন্যু তৈরি করা হয়।
মেন্যু আইটেম গুলোর ক্রম নির্ধারণ করতে Menu structure অপশনটি ব্যবহার করা হয়। এখানে drag and drop ব্যবহার করে এই ক্রম গুলো নির্ধারণ করা হয়।
কোন মেন্যুটি ওয়েবসাইট বা ব্লগের কোথায় প্রদর্শিত হবে তা Manage Location অপশন ব্যবহার করে নির্ধারণ এবং পরিবর্তন করা যায়।