Wordpress
ওয়ার্ডপ্রেস টিপস
ওয়ার্ডপ্রেস ব্যাবহার করার ক্ষেত্রে নিচের টিপস গুলো খুব ভাল ভাবে লক্ষ্য রাখলে বেস ভাল ফল পাওয়া যায়।
- ওয়েবসাইট বা ব্লগের ধরন অনুসারে সঠিক ওয়ার্ডপ্রেস থিম ব্যাবহার করা উচিৎ।
- ওয়ার্ডপ্রেস এর update সংস্করণ বা version ব্যাবহার করা।
- ওয়ার্ডপ্রেস এর সকল Plug-ins এবং Tools গুলো update রাখা।
- অপ্রয়োজনীয় Plug-ins এবং Tools গুলো ব্যাবহার করা উচিৎ নয়, এগুলো সাইট এর স্পীড কমিয়ে দেয়।
- সকল পোস্ট গুলোর সাথে social media এর সংযোগ রাখা প্রয়োজন, কোন ব্যাবহারকারী বা user যেন সহজেই পোস্ট গুলোর লিংক share করতে পারে।
- বাবহ্রিত সকল প্লাগ-ইন গুলো সর্বদা update করে রাখা উচিৎ।
- CSS, JavaScript, PHP ইত্যাদি ফাইল গুলো যতটা সম্ভব minify অর্থাৎ কম আকার বা size এর করা, কারন বেসি MB এর ফাইল গুলো ওয়েবসাইট বা ব্লগের স্পীড কমিয়ে দেয়।
- ওয়েবসাইট বা ব্লগের পোস্টের সাথে বাবহ্রিত বিভিন্ন ছবি বা image গুলোকে সঠিক নাম অর্থাৎ ছবির বিষয় সংশ্লিষ্ট নাম প্রদান করুন।
- ওয়েবসাইট বা ব্লগে বাবহ্রিত বিভিন্ন ছবি বা image গুলোর ক্ষেত্রে img ট্যাগ এর সাথে alt এবং title ট্যাগ ব্যবহার করুন।
- ছবি বা image গুলোকে ভাল মানে রেখে যথা সম্ভব কম আকার বা MB র করা।
শেয়ার করুন
