প্রায় সকল থিমেই appearance মেন্যুর অন্তর্গত background সাব-মেন্যুটি থাকে। এই সাব-মেন্যুটি ব্যবহার করে ওয়েবপেজ বা ব্লগের পৃষ্ঠদেশ বা background এ কোন ছবি যুক্ত করা যায় বা সম্পাদনা বা edit করা যায়।
ওয়ার্ডপ্রেস এর Appearance মেন্যুর background সাব-মেন্যুর অন্তর্গত Background Image অপশনটি ব্যবহার করে ওয়েবপেজ বা ব্লগের পৃষ্ঠদেশ বা background এর ছবি বা image পরিবর্তন, সংযোজন বা বিয়োজন, সম্পাদনা বা edit করা যায়।
এখানে ছবি পরিবর্তন, সংযোজন বা বিয়োজন, সম্পাদনা বা edit করার পরে Published বাটনটি ব্যবহার করে তা কার্যকর করতে হবে।