ওয়ার্ডপ্রেস এর Media মেন্যুর দ্বিতীয় সাব-মেন্যুটি হল Add New সাব-মেন্যু। ওয়েব ব্রাউজারের http://localhost/foodpagla/wp-admin/media-new.php লিংকে গিয়েও Media মেন্যুর Add New সাব-মেন্যুটি চালু করা যায়। এখানে ওয়েবসাইট বা ব্লগে ব্যবহার করার জন্য মিডিয়া ফাইল গুলো upload করা হয়। এখান থেকে ছবি বা মিডিয়া ফাইল গুলো সম্পাদনা বা edit করা যায় না, কেবল মিডিয়া লাইব্রেরীতে যোগ করা যায়।
নিচে ওয়ার্ডপ্রেস এর Media মেন্যুর Add New সাব-মেন্যুটি দেখুন।
নিচে ওয়ার্ডপ্রেস এর Media মেন্যুর Add New সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।
এখানে Select Files বাটনে ক্লিক করে নতুন কোন মিডিয়া ফাইল যেমন, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি যোগ করা যায়।
এখানে একাধিক মিডিয়া ফাইল যেমন ছবি, ভিদিও ইত্যাদি upload করে রাখা যায়, পরবর্তীতে পোস্ট তৈরি করার সময় এই ছবি গুলো "Featured Image" হিসেবে পোস্টে ব্যবহার করা যায়। প্রয়োজনে মাউস ব্যবহার করে মিডিয়া ফাইল গুলো এখানে টেনে এনে অর্থাৎ drag & droup করে দেয়া যায়। যদি ব্রাউজার drag & droup সমর্থন বা support না করে তবে browser uploader লিংকটি ব্যবহার করেও মিডিয়া ফাইল গুলো upload করে দেয়া যায়। এখানে সরবছহ 40 MB এর ফাইল যোগ করা যায়।