ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেলে user name এবং password দিয়ে প্রবেশ করার পর ওয়েব ব্রাউজারে প্রথম যে উইন্ডোটি আসবে সেটাই হল ড্যাশবোর্ড মেন্যুর Home সাব-মেন্যু। Dashboard মেন্যুতে মোট দুইটি সাব-মেন্যু আছে একটি Home এবং অন্যটি Update. নিচে ড্যাশবোর্ড মেন্যুর Update সাব-মেন্যুটি দেখুন।
Update সাব-মেন্যুটি ওয়ার্ডপ্রেস এর উন্নততর সংস্করণ বা version নিয়ে কাজ করে।
ওয়ার্ডপ্রেস এর update সংস্করণটি automatic ভাবেই খুজে এবং যদি কোন update পাওয়া যায় তবে তা প্রকাশ করে।
যদি কোন কারনে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি re-install করার প্রয়োজন হয় তবে তা এখান থেকে করা যায়।
ড্যাশবোর্ড এর এই update সাব-মেন্যুটি বাবহ্রিত সকল প্লাগ-ইন এবং বাবহ্রিত ওয়ার্ডপ্রেস থিম এর সংস্করণ বা version সম্পর্কে তথ্য দেয়।