Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Appearance Theme Editor - Wordpress Appearance Theme Editor


Theme Editor সাব-মেন্যু

Appearance মেন্যুর অন্তর্গত Theme Editor সাব-মেন্যুটি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এর থিমটি সম্পাদনা বা edit করা যায়।

Theme Editor সাব-মেন্যুতে যে সকল অপশন থাকে সেগুলো হল - Selected file content, Theme Files এবং Select theme to edit.

ওয়ার্ডপ্রেস এর Appearance মেন্যুর Theme Editor সাব-মেন্যুর অন্তর্গত অপশন গুলোর বর্ণনা নিচে দেখুন। এখানে এই অপ্সন গুলো ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এর থিমটি সম্পাদনা বা edit করা যায়।


Selected file content

Selected file content অপশনটি হল একটি সিএসএস টেক্সট এডিটর, অর্থাৎ এখান থেকে থিমের বিভিন্ন সিএসএস স্টাইল শীট গুলো দেখা যায় এবং সম্পাদনা বা edit করা যায়।


Select theme to edit

Select theme to edit অপশন থেকে ওয়ার্ডপ্রেস এ ইন্সটল করা সকল থিম গুলো দেখা যায় এবং Theme Files অপশনে প্রদর্শনের জন্য নির্ধারণ করা যায়।


Theme Files

Theme Files অপশনটি থেকে থিমে বাবহ্রিত সকল ফাইল গুলো দেখা যায়। এখান থেকে সরাসরি ফাইল গুলো Selected file content অর্থাৎ সিএসএস টেক্সট এডিটরে open করা যায় এবং সেখান থেকে সম্পাদনা বা edit করা যায়।