Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

এপিআই ভুমিকা - API Introduction


API এর পূর্ণরুপ হল Application Programming Interface. আসলে API হল একটি মাধ্যম যা দুইটি ভিন্ন প্লাটফর্মকে একে অন্যের সাথে যোগাযোগ অর্থাৎ তথ্যের আদান-প্রদান এর মাধ্যমে কোন কাজ সম্পন্ন করে। উদাহরণস্বরূপ বলা যায় - যখন আমরা গুগলম্যাপ ব্যাবহার করি, এটি আসলে একটি API ব্যাবহার করে করা হয়।


API এর ব্যাবহার

প্রতিদিন আমরা অনেক ভাবে API ব্যাবহার করে থাকি, উদাহরণ স্বরূপ বলা যায় Google Search বা Apple’s Weather app, এমন কি আমাদের স্মার্টফোনের যে টাইম যোন ভিত্তিক সময় দেখা, এটাও API ব্যাবহার করে করা হয়।


এছারা পেপাল বা কোন ট্র্যাভেল বুকিং আপস, ফেসবুক বা টুঁইটার, এগুলো সবই API নির্ভর।

API সম্পর্কে জানতে W3C এর JAVASCRIPT WEB APIS ওয়েব পেজটি ব্রাউজ করুন।