ওয়েব পেজে অর্থাৎ এইচটিএমএল ডকুমেন্টে কিছু বিশেষ কাজ যেমন অ্যানিমেশন ইত্যাদি করার জন্য পূর্ব থেকেই কিছু কোড অন্তর্ভুক্ত করা আছে। এগুলো কে যেক্যুয়েরী এফেক্ট বলা হয়। এই এফেক্ট গুলোর ব্যবহার করার জন্য খুব অল্প কিছু যেক্যুয়েরী কোড ব্যবহার করতে হয়। বহুল জনপ্রিয় কিছু যেক্যুয়েরী এফেক্ট এর উদাহরণ হল hide, show, fadeIn, fadeout, slideUp, slideDawn ইত্যাদি। নিচে কিছু যেক্যুয়েরী এফেক্ট এর ব্যাবহারিক উদাহরণ দেখুন।
যেক্যুয়েরী এফেক্ট গুলোকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, এগুলো নিচে দেখুন।
নিচের টেবিলে এই সকল যেক্যুয়েরী এফেক্ট গুলোর কাজ দেখুন।
যেক্যুয়েরী এফেক্ট | এফেক্ট এর কাজ |
---|---|
hide() | |
show() | |
toggle() | |
fadeIn() | |
fadeOut() | |
fadeToggle() | |
fadeTo() | |
slideDown() | |
slideUp() | |
slideToggle() | |
delay() | |
animate() |