Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ব্রাউজার টিউটোরিয়াল - Browser Tutorial


ব্রাউজার হল একটি প্ল্যাটফর্ম যা ওয়েব পেজ প্রদর্শন করে। পৃথিবীর সকল ওয়েব পেজই ওয়েব ব্রাউজার এর মাধ্যমে প্রদর্শিত হয় বা ব্রাউজ করা হয়। একজন ওয়েব ডিজাইনার হিসেবে সকলেরই উচিৎ বিভিন্ন ব্রাউজার সম্পর্কে জানা।

Mejor Web Browser Logo




ব্রাউজার তথ্যের প্রয়োজনিয়তা

বিভিন্ন ওয়েব ব্রাউজার সম্পর্কে জ্ঞান থাকাটা প্রত্যেক ওয়েব ডিজাইনার এবং ডেভলপার এর জন্য জরুরী। ওয়েব প্রোগ্রামিং এর সমস্ত কোড উদাহরণস্বরূপ এইচটিএমএল এর কোন এট্রিবিউট বা সিএসএস কোন স্টাইল প্রপার্টি সকল ওয়েব ব্রাউজার এ সমর্থন নাও করতে পারে, যদি সে সকল কোড ব্রাউজারে সমর্থন না করে সেই ক্ষেত্রে এর জন্য বিকল্প কোন বাবস্থা অর্থাৎ অন্য কোন কোড ব্যবহার করতে হবে।

বর্তমানে প্রায় সকল কম্পিউটার হার্ডওয়্যারই 24 বা 32 বিট সমর্থন করে 16,777,216 টি ভিন্ন রঙ প্রদর্শন করতে পারে। কিন্তু আগের কম্পিউটার হার্ডওয়্যারগুলো 16 বিট সমর্থন করত 65,536 টি ভিন্ন ভিন্ন রঙ করতে। এবং তারও আগে কম্পিউটারগুলো 8 বিট হার্ডওয়্যার ব্যবহারের মাধ্যমে 256 টি মাত্র ভিন্ন ভিন্ন রঙ প্রদর্শন করতে পারত।


বিভিন্ন ব্রাউজার

বিভিন্ন ব্রাউজার এর মধ্যে বিখ্যাত কিছু ব্রাউজার হল গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা, ফায়ারফক্স, নেটস্কেপ, অপেরা, অ্যাপল সাফারি ইত্যাদি।


নিচে এগুলো সম্পর্কে দেখুন -



Internet Explorer Web Browser Logo

ইন্টারনেট এক্সপ্লোরার

ইন্টারনেট এক্সপ্লোরার হল মাইক্রোসফট এর ওয়েব ব্রাউজার যা ১৯৯৫ সালে প্রথম প্রকাশিত হয়। মাইক্রোসফটের সকল অপারেটিং সিস্টেম এর সাথে ইন্টারনেট এক্সপ্লোরার স্বয়ংক্রিয় বা Defoult ভাবে থাকে।



Firefox Web Browser Logo

ফায়ারফক্স

ফায়ারফক্স হল মজিলা কর্পোরেশন এর ওয়েব ব্রাউজার। মজিলা ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয়। বর্তমানে ফায়ারফক্স একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।



Mozilla Web Browser Logo

মজিলা

ইন্টারনেট এক্সপ্লোরার হল মাইক্রোসফট এর ওয়েব ব্রাউজার যা ১৯৯৫ সালে প্রথম প্রকাশিত হয়। মাইক্রোসফটের সকল অপারেটিং সিস্টেম এর সাথে ইন্টারনেট এক্সপ্লোরার স্বয়ংক্রিয় বা Defoult ভাবে থাকে।



Google Chrome Web Browser Logo

গুগল ক্রোম

গুগল ক্রোম হল একটি ফ্রী, ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম হল গুগল এর ওয়েব ব্রাউজার যা ২০০৮ সালে প্রথম প্রকাশিত হয়। বর্তমানে সর্বাধিক জনপ্রিয় কতগুলো ব্রাউজার এর মধ্যে গুগল ক্রোম অন্যতম।




Netscape Web Browser Logo

নেটস্কেপ

নেটস্কেপ হল প্রথম বাণিজ্যিক ওয়েব ব্রাউজার যা ১৯৯৪ সালে প্রথম প্রকাশিত হয়। নেটস্কেপ বর্তমানে খুব একটা জনপ্রিয় ওয়েব ব্রাউজার নয়। ২০০৮ সালের ফেব্রুয়ারীতে নেটস্কেপ এর উন্নয়ন বা Development আনুষ্ঠানিক ভাবে বন্ধ করা হয়।



Opera Web Browser Logo

অপেরা

অপেরা একটি ফ্রী, দ্রুত এবং স্ট্যান্ডার্ড ওয়েব ব্রাউজার যা সাধারনত বিভিন্ন ছোট বহনযোগ্য ডিভাইস যেমন - মোবাইল ফোন, ট্যাবলেট পিসি ইত্যাদিতে ব্যাবহৃত হয়।



Safari Web Browser Logo

অ্যাপল সাফারি

সাফারি হল অ্যাপল নির্মিত ওয়েব ব্রাউজার যা প্রধানত অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যাবহৃত হয়। সাফারি অ্যাপলের স্বয়ংক্রিয় বা Default ওয়েব ব্রাউজার।