গুগল থেকে আসা মেইল গুলো এখানে জমা হয় এবং এখান থেকেই পরা যায়।
ওয়েবমাস্টার টুলে ড্যাশবোর্ড মেনুর পরেই আছে ম্যাসেজ মেনু।
 
		    
			ম্যাসেজ মেনুতে বিভিন্ন ম্যাসেজ থাকে অর্থাৎ বিভিন্ন ম্যাসেজ এই খানেই জমা হয়। এখানে সাধারণত গুগল থেকেই 
			মেইল আসে। আপনি যদি কোন সেটিংস পরিবর্তন করেন তবে সাধারণত এখানে মেইল আসে। 
                        যেমন আমরা আমাদের সম্ভাব্য ভিজিটরের দেশ হিসেবে বাংলাদেশ	নির্ধারণ করেছি, তাই ম্যাসেজ বক্সে এর জন্য একটি 
                        মেইল এসেছে।