ওয়েবমাস্টার টুলে বিভিন্ন কাজ করতে প্রথমে ড্যাশবোর্ড এ যেতে হবে।
ভেরিফাই শেষ করলে এই ধরনের একটা পেজ আসবে, এখান থেকে আপনার সাইটটির লিংকের উপর ক্লিক করে ড্যাশবোর্ডে এ যান।
 
		    
			ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের তথ্যের সারমর্ম থাকে যেমন - 
			
			Sitemaps -  এখানে সাইটম্যাপ সাবমিট করেছেন কিনা বা করলে সাইটম্যাপের কতটি URL গুগলের 
			ডেটাবেসে নেয়া হয়েছে ইত্যাদি তথ্য থাকে। ড্যাশবোর্ডের বামদিকে Site Configuration মেনুর অধীনে প্রথম 
			সাবমেনুটিই হল sitemap.
			
			
			Search queries -  এখানে আপনার সাইট খোজার জন্য গুগলে কোন কোন শব্দ ব্যাবহার করা হয় 
			এসব শব্দের তালিকা থাকে।
			
			
			Crawl errors -  এখানে আপনার সাইট ক্রাউল করতে কোন সমস্যা হয়েছে কিনা এসব তথ্য থাকে।
			Links to your site -  এখানে আপনার সাইটের লিংক আর কোন কোন সাইটে আছে এসব 
			সাইটের তালিকা থাকে।
			
			
			Keywords -  এখানে গুগলবট আপনার সাইট ক্রাউলিং এর সময় কোন শব্দগুলি বেশি পায় সেসব শব্দের 
			তালিকা থাকে।