গুগল ওয়েবমাস্টার টুলে ম্যাসেজ মেনুর পরেই আছে সার্চ অ্যাপারেন্স মেনু।
সার্চ অ্যাপারেন্স মেনুতে যে সকল সাব-মেনু আছে তা হল - Structured Data, Rich Cards, Data Highlighter, HTML Improvements, Sitelinks, Accelerated Mobile Pages.
সাইটলিংক হচ্ছে সাইটের ভিতরের পেজসমূহের লিংক গুলো। আমরা গুগল ক্রোম এ যদি google লিখে এন্টার দেই তাহলে নিচের মত search result দেখাবে।
 
			
                        এখানে সাইটলিংকগুলো হল "Translate" ,"Googlo Drive", "Googlo Maps", "Googlo 
			News" ইত্যাদি। গুগল এটা অটোমেটিক ভাবে তৈরী করে, যে সকল ওয়েব সাইটের SEO ভাল হয় সাধারনত সেসব সাইটের 
			সাইটলিংক Google দেখায়।
			
			তবে প্রয়োজন হলো সাইটলিংক ব্লক করে দেয়া যায়। তাহলে ঐ লিংক টি আর সাইট লিংক হিসেবে দেখাবে না। যে লিংকটি ব্লক 
			করার প্রয়োজন সেই লিংকটি Demote this sitelink URL এই বক্সে লিখে দিতে হবে।
			
