নেটস্কেপ ব্রাউজার তৈরি করে AOL ১৯৯৪ সালে। AOL এর পূর্ণরুপ হল America Online.নেটস্কেপ কোন জনপ্রিয় ব্রাউজার নয়। এটি ব্যাবসায়িক ভাবেও তেমন সফলতা অর্জন করতে পারে নি।
নেটস্কেপ ব্রাউজারের 4.x সিরিজের ভার্সন গুলো CSS এর জন্য খুব বাজে সমর্থন এবং XML এর জন্য কোন সমর্থন ছিল না। নেটস্কেপ 4.0 তৈরির ৩ বছর পরে এর উন্নত সংস্করণ তৈরি করা হয়। ধারনা করা হয় এই বিলম্বই নেটস্কেপ এর জনপ্রিয়তা এবং প্রসারে বাধা সৃষ্টি করে।
ডিসেম্বর ২৭,২০০৭ সালে নেটস্কেপ ডেভেলপাররা ঘোষণা করে AOL তাদের কম মার্কেট শেয়ার এর কারনে ০১ ফেব্রুয়ারী, ২০০৮ সাল থেকে নেটস্কেপ তাদের ব্রাউজার এর উন্নত সংস্করণ বন্ধ করবে।
Netscape Navigator 9 - এই ভার্সনটি প্রকাশ হয় ২০০৭।
Netscape 8 - এই ভার্সনটি প্রকাশ হয় ২০০৬ সালে।
Netscape 7 - এই ভার্সনটি প্রকাশ হয় ২০০২ সালে।
Netscape 6 - এই ভার্সনটি প্রকাশ হয় ২০০০ সালে। এই ভার্সনটি CSS এবং XML সমর্থন বা
Support করে।
Netscape 5 - নেটস্কেপ এই ভার্সনটি বাদ দেয়।
Netscape Communicator 4 - AOL তাদের এই ভার্সনটি প্রকাশ হয় ১৯৯৭ সালে।
Netscape Navigator 3 - AOL এই ভার্সনটি প্রকাশ হয় ১৯৯৬ সালে।
Netscape Navigator 2 - AOL এই ভার্সনটি প্রকাশ হয় ১৯৯৬ সালে।
Netscape 1 - AOL এই ভার্সনটি প্রকাশ হয় ১৯৯৪ সালে।