Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

আইপি বাংলা টিউটোরিয়াল - TCP/IP Bangla Tutorials


টিসিপি/আইপি হল ইন্টারনেটের জন্য কমিউনিকেসন প্রোটকল। এটি হল ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগের কতগুলো সুনির্দিষ্ট নিয়ম-কানুন। ব্রাউজার এবং সার্ভার ইন্টারনেট এ সংযুক্ত হওয়ার জন্য আইপি অ্যাড্রেস ব্যাবহার করে। ব্রাউজার কোন সার্ভারকে খুঁজে পেতে আইপি অ্যাড্রেস ব্যাবহার করে।

TCP/IP Tutorials

ব্রাউজারকে এইচটিএমএল কোড পাঠানোর জন্য সার্ভার টিসিপি/আইপি অ্যাড্রেস ব্যাবহার করে। ইমেইল প্রোগ্রাম কোন মেইল গ্রহন এবং প্রেরনের জন্য টিসিপি/আইপি অ্যাড্রেস ব্যাবহার করে।

আপনার ইন্টারনেট অ্যাড্রেস অর্থাৎ "৫০.২০০.৬৪৫.২৫" এ রকম একটি নাম্বারই হল একটি স্ট্যান্ডার্ড টিসিপি/আইপি অ্যাড্রেস।


টিসিপি/আইপি কি ?

টিসিপি/আইপি এর পূর্ণরূপ হল Transmission Control Protocol / Internet Protocol. টিসিপি/আইপি নির্ধারণ করে কিভাবে বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্র যেমন - কম্পিউটার, মোবাইল ইত্যাদি ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে এবং সেগুলোর মাঝে তথ্য কিভাবে স্থানান্তরিত বা আদান-প্রদান করা হবে।


টিসিপি/আইপির কাজ

ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা ( IP address বা Internet Protocol address ) হল একটি সংখ্যাগত লেবেল যা কোন কম্পিউটার নেটওয়ার্কেযুক্ত প্রতিটি কৌশল বা ডিভাইসের জন্য নির্ধারিত যেখানে নেটওয়ার্কের নোড গুলো যোগাযোগের জন্য ইন্টারনেট প্রটোকল ব্যাবহার করে।
ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেসের প্রধান কাজ মুলত দুটি -
১) হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্ত করা এবং
২) নেটওয়ার্ক ইন্টারফেস এর অবস্থান খুজে বের করা।