Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

হোস্টিং ই-কমার্স - Hosting E-commerce


আপনি যদি কোন পণ্য বিক্রি করেন বা সেবা প্রদান করে থাকেন তবে ই-কমার্স আপনার জন্য একটি ভাল ব্যাবস্থা।



ই-কমার্স

ই-কমার্স হল ইন্টারনেট বা অনলাইনে কোন পণ্য বিক্রি বা সেবা প্রদান করার ব্যাবস্থা।


ই-কমার্স পদ্ধতি

একটি ই-কমার্স ষ্টোর তৈরি করা খুব সহজ কোন ব্যাপার নয়। একটি ই-কমার্স ষ্টোর তৈরি করা একটি জটিল পদ্ধতি। সবথেকে জটিল বিষয়টি হল ই-কমার্স সাইটের অর্থ লেনদেনের ব্যাপার। এর একটি ভাল সমাধান হল পূর্বে তৈরি কোন ই-কমার্স সাইট কিনে নেয়া। বর্তমানে অনেক ই-কমার্স ওয়েব সাইট তৈরি অবস্থায় পাওয়া যায়। তবে ই-কমার্স সাইট পরিচালনা করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন আছে।

আমাদের মতে সবথেকে ভাল সমাধান হল যেসকল ISP ই-কমার্স সাইট এর বিভিন্ন প্রস্তাব দেয় তাদের থেকে ওয়েব হোস্টিং নেয়া।


ই-কমার্স এবং হোস্টিং

ই-কমার্স একটি বিসৃত বিষয়। সাধারণত একটি ই-কমার্স স্টোর অনেকগুলো পণ্য নিয়ে কাজ করে।

আজকাল সাধারণত অনেক ISP সাধারন, সহজ এবং অপেক্ষাকৃত কম ব্যায়বহুল বিভিন্ন পাকেজের প্রস্তাব দিয়ে থাকে, এর ফলে আপনি খুব সহজেই একটি virtual store তৈরি করতে পারেন।


নির্বাচন করার পূর্বে

কোন ISP নির্বাচন করার পূর্বে নিচের বিষয় গুলো বিবেচনা করুন -

* এটি কিভাবে কাস্টোমারদের নিয়ন্ত্রণ করে?
* এটি কিভাবে কাস্টোমারদের নিয়ন্ত্রণ করে?
* এটি কিভাবে পণ্যের ক্যাটালগ নিয়ন্ত্রণ করে?
* এটি কিভাবে অর্ডার নিয়ন্ত্রণ করে?
* এটি কিভাবে অর্থ লেনদেন করে?
* এটি কিভাবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে?
* এটি কিভাবে ক্রেডিট কার্ড নিয়ন্ত্রণ করে?
* এটি কিভাবে শিপমেন্ট করে থাকে?
* এটি কিভাবে কর বা ট্যাক্স নিয়ন্ত্রণ করে ?
* এটি কিভাবে ব্যাংক একাউন্ট নিয়ন্ত্রণ করে ?
* এটি কিভাবে নিরাপত্তা রক্ষা করে ?

এছাড়াও স্বয়ংক্রিয় বিল, স্বয়ংক্রিয় রিপোর্ট তৈরি করা ইত্যাদি ব্যাপারেও লক্ষ্য রাখুন। কোন ISP থেকে ই-কমার্স সাইটের হোস্টিং নেয়ার পূর্বে তাদের সার্ভারে হোস্ট করা অন্য কোন ই-কমার্স সাইট ব্রাউজ করুন, চেষ্টা করুন ঐ সব সাইট থেকে কোন কিছু কিনতে তাতে করে আপনি তাদের সম্পর্কে একটা ভাল ধারনা পাবেন।



ট্যাক্স

অন-লাইন ষ্টোর বা ই-কমার্স এর জন্য কর বা ট্যাক্স বিশেষত VAT (Value Added Tax) একটি জটিল বিষয়। ইনকাম ট্যাক্সের বিষয়টি নির্ভর করে আপনি কিভাবে আপনার ট্যাক্স উপস্থাপন করবেন তার ওপর।
কোন অন-লাইন ষ্টোর শুরু করার পূর্বে একজন ট্যাক্স বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিন।