Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Tools মেন্যু, Export সাব-মেন্যু


Export সাব-মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর তৃতীয় সাব-মেন্যুটি হল Export সাব-মেন্যু। ওয়েব ব্রাউজারের সার্চ বক্স থেকে http://localhost/foodpagla/wp-admin/export.php লিংকে গিয়ে ব্রাউজারের উইন্ডোতে Tools মেন্যুর Export সাব-মেন্যুটি প্রদর্শন করা যায় বা আনা যায়।

Export সাব-মেন্যুর মাধ্যমে এই ওয়েবসাইট বা ব্লগের পোস্ট, কমেন্ট বা সকল কিছু export করে রাখা যায়। এই export করা ফাইল গুলো XML ফরম্যাট এর হয়। এই ফাইল গুলো অন্য কোন ওয়ার্ডপ্রেস সাইটে import করা যায়।

নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Export সাব-মেন্যুটি দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Export সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।


বিভিন্ন অংসের বর্ণনা

Export সাব-মেন্যুর ব্যাবহার করে ওয়েবসাইট বা ব্লগের সকল পোস্ট, কমেন্ট, ক্যাটাগরি, ট্যাগ ইত্যাদি সকল কিছু export করা যায় অর্থাৎ ডাউনলোড করা যায়। এই export বা ডাউনলোড করা ফাইল গুলো XML ফরম্যাট এর হয়। এই ফরম্যাটকে WordPress eXtended RSS or WXR ফরম্যাট বলা হয়, যা পোস্ট, পেজ, কমেন্ট, ক্যাটাগরি, ট্যাগ ইত্যাদি ধারন করে। এই ফাইল গুলো অন্য কোন ওয়ার্ডপ্রেস সাইটে import করা যায়।

এখানে সকল কিছু একসাথে import করা যায় আবার শুধুমাত্র Posts, Pages অথবা Media গুলোও import করা যায়।