Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Post, Categories


Categories সাব-মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Post মেন্যুর তৃতীয় সাব-মেন্যুটি হল Categories সাব-মেন্যু। এখান থেকে ওয়েবসাইট এর পোস্ট গুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরি তৈরি করা যায় এবং বিভিন্ন পোস্টকে বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করা যায়।

Categories সাব-মেন্যুতে যে সকল অপশন থাকে সেগুলো হল Screen Options, Categories ইত্যাদি।

নিচে ওয়ার্ডপ্রেস এর Post মেন্যুর Categories সাব-মেন্যুটির বিভিন্ন অংশ গুলো দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Post মেন্যুর Categories সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।


Screen Options

Screen Options ব্যবহার করে Columns, Pagination অর্থাৎ প্রতি পেজে কয়টি পোস্ট প্রদর্শিত হবে তা নির্ধারণ করা যায়।


Categories

Categories অপশনটি ব্যবহার করে পোস্ট গুলোর জন্য নতুন Categorie তৈরি করা যায়, এখানে বিভিন্ন পোস্ট গুলো কোন কোন Categorie এর অন্তর্ভুক্ত তা দেখা যায় এবং নির্ধারণ করা যায়।