Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস পরিচিতি - Wordpress Introduction


ওয়ার্ডপ্রেসের ইতিহাস

ওয়ার্ডপ্রেস (wordpress.org) হল একটি ফ্রী open-source content management system ( CMS ) যা পিএইচপি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ওয়ার্ডপ্রেস মুলত একটি ব্লগ তৈরি করার পদ্ধতি হিসেবে তৈরি করা হলেও, বর্তমানে এটি প্রায় সকল ধরনের ব্লগ ও ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করা হয়। বর্তমানে ৬০ মিলিয়ন এর বেসি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে তৈরি করা হয়েছে, বর্তমানে ওয়ার্ডপ্রেস হল সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS.

ওয়ার্ডপ্রেস এর সৃষ্টিকর্তা আমেরিকান ডেভেলপার Matt Mullenweg এবং ইংলিশ ডেভেলপার Mike Little দ্বারা ওয়ার্ডপ্রেস উন্মুক্ত করা হয়, ২৭ মে, ২০০৩ সালে। GPLv2 (or later) license এর আওতায় ওয়ার্ডপ্রেস প্রকাশ করা হয়।

Matt Mullenweg, Founder of Wordpress
Mike Little, Founder of Wordpress

ওয়ার্ডপ্রেস এর ইতিহাস সম্পর্কে উইকিপিডিয়া থেকে আরও জানতে WordPress ওয়েব পেজটি ব্রাউজ করুন।




wordpress এর সুবিধা


wordpress এর অসুবিধা