Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

জাভাস্ক্রিপ্ট ব্যবহার - Use of JavaScript


বর্তমানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট এর জনপ্রিয়তা ব্যাপক। জাভাস্ক্রিপ্ট এর জনপ্রিয়তার একটি অন্যতম কারন হল, জাভাস্ক্রিপ্ট এর বিপুল সংখ্যক ফ্রেমওয়ার্ক, যেমন - Angular, React, jQuery, Vue.js, Ext.js, Ember.js, Meteor, Mithril ইত্যাদি যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।


কেন জাভাস্ক্রিপ্ট সিখব?

আমরা কেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব বা কেন জাভাস্ক্রিপ্ট সিখব? নিচে এর জন্য কয়েকটি কারন দেখুন।

এছাড়াও আর অনেক অনেক সুবিধা আছে, জাভাস্ক্রিপ্ট এর।


জাভাস্ত্রিপ্ট ব্যবহার

জাভাস্ত্রিপ্ট ব্যবহার করে ওয়েব পেজে অর্থাৎ এইচটিএমএল এ যে সকল কাজ গুলো করা যায়, তা হল নিম্নরুপ।

এছাড়া জাভাস্ত্রিপ্ট ব্যবহার করে কোন ওয়েব পেজে নানান ধরনের ইফেক্ট বা আকর্ষণীয় জিনিস তৈরী করা যায়। এছাড়াও ফর্ম ভেলিডেশন এবং এজাক্সের কাজও করা হয়। বহুল পরিচিত কাজের মধ্যে আছে -

আরও অনেক কিছু . . .


জাভাস্ত্রিপ্ট দিয়ে যা করা যায় না

আপনি জাভাস্ত্রিপ্টকে কোন ব্রাউজারে কাজ করতে বা execute করাতে বাধ্য করাতে পারেন না, কারন আমরা জানি জাভাস্ত্রিপ্ট একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা ব্রাউজারে চালু বা execute হয়। আপনি যদি পুরোনো ভার্সনের ব্রাউজার ব্যবহার করেন বা আপনার ব্রাউজারে যদি জাভাস্ত্রিপ্ট disebal করা থাকে তবে ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট কাজ করবে না।

আরেকটি বড় ব্যাপার হল জাভাস্ত্রিপ্ট কিন্তু সার্ভারের রিসোর্স যেমন - ডাটাবেজ এসেস করতে পারে না।