Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

জাভাস্ক্রিপ্ট অপারেটর - JavaScript Operator


প্রোগ্রামে সিধান্ত গ্রহনের ক্ষেত্রে মুল ভূমিকা পালন করে থাকে জাভাস্ক্রিপ্ট অপারেটর। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর অপারেটর এর সাথে জাভাস্ক্রিপ্ট অপারেটর এর যথেষ্ট মিল আছে। অপারেটর হল এমন একটি প্রতিক বা Symbol যা কোন গাণিতিক কাজ করতে ব্যবহার করা হয়।


জাভাস্ক্রিপ্ট অপারেটর

অপারেটর হল বিভিন্ন গাণিতিক অপারেসন করার জন্য ব্যবহৃত বিভিন্ন চিহ্ন। যেমন - যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি হল গাণিতিক অপারেসন। বেশিরভাগ ক্ষেত্রেই কাজগুলো হল পাটিগণিতীয় বা arithmetic.


প্রকারভেদ

ভেরিয়েবল ও অন্যা্ন্য অবজেক্তের পারস্পরিক গাণিতিক ও যৌক্তিক সম্পর্ক বোঝানোর জন্য জাভাস্ক্রিপ্ট অপারেটর ব্যবহার করা হয়। কাজের ধরন ও ব্যবহার অনুসারে জাভাস্ক্রিপ্ট অপারেটর গুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়। যথা -


একটি অপারেটরের উদাহরণ

এখানে একটি ব্যবহারিক উদাহরণ দেখুন, যেখানে জাভাস্ক্রিপ্ট এর অপারেটর ব্যবহার করা হয়েছে।

ওপরের ব্যাবহারিক উদাহরণটির জন্য নিচের জাভাস্ক্রিপ্ট কোড গুলো দেখুন।

উদাহরণ




কোড এডিটর