Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

আইপি প্রোটকল - TCP/IP Protocol


টিসিপি/আইপির রয়েছে অনেকগুলো কমিউনিকেশন প্রোটোকল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রোটোকল হল - TCP, IP, HTTP, HTTPS, POP, IMAP, MIME, SSL, SMTP, FTP, NTP, ARP ইত্যাদি।

নিচে এগুলোর বর্ণনা দেয়া হল -


TCP

TCP এর পূর্ণরূপ হল Transmission Control Protocol. ইন্টারনেটে একটি অ্যাপ্লিকেশান থেকে কোন তথ্য বা data পরিবহন বা Transmission করতে TCP প্রোটোকল ব্যাবহৃত হয়।


IP

IP এর পূর্ণরূপ হল Internet Protocol. ইন্টারনেটে তথ্য বা Data প্রেরণ বা গ্রহন করতে IP প্রোটোকল ব্যাবহৃত হয়।


HTTP

HTTP এর পূর্ণরূপ হল Hyper Text Transfer Protocol. ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার এর মধ্যে যোগাযোগ বা Communication করতে HTTP প্রোটোকল ব্যাবহৃত হয়।

অর্থাৎ ওয়েব ব্রাউজার থেকে অনুরোধ বা Request সার্ভারে প্রেরণ করা এবং সার্ভার থেকে ব্রাউজারে ওয়েব পেজ প্রেরণ করার জন্যই HTTP প্রোটোকল ব্যাবহৃত হয়।


HTTPS

HTTPS এর পূর্ণরূপ হল Secure Hyper Text Transfer Protocol. ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার এর মধ্যে নিরাপদ বা Secure যোগাযোগ বা Communication করতে HTTPS প্রোটোকল ব্যাবহৃত হয়।

বিভিন্ন স্পর্শকাতর বা Sensitive তথ্য যেমন ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ইত্যাদির মত কাজ গুলোতে HTTPS প্রোটোকল ব্যাবহৃত হয়।


SSL

SSL এর পূর্ণরূপ হল Secure Sockets Layer. নিরাপদ তথ্য পরিবহণে তথ্য বা Data গুলো Encryption করতে SSL প্রোটোকল ব্যাবহৃত হয়।


SMTP

SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol. SMTP প্রোটোকল ব্যাবহৃত হয় ই-মেইল ট্রান্সমিশনের জন্য। SMTP প্রোটোকলের তত্ত্বাবধানেই ই-মেইল একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে পাঠানো হয়।


MIME

MIME এর পূর্ণরূপ হল Multi-purpose Internet Mail Extensions. MIME প্রোটোকল, SMTP প্রোটোকলকে voice, audio, বাইনারী ডাটা সহ বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল পরিবহন বা Transmit করতে দেয়।


IMAP

IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol. IMAP প্রোটোকলের মাধ্যমেই ই-মেইল সার্ভার থেকে মেইল ডাউনলোড করার পূর্বেই মেইল পরতে বা দেখতে পারা যায়। IMAP প্রোটোকলের মাধ্যমেই মেইল সার্ভার থেকে ভিন্ন ভিন্ন মেইল ডাউনলোড করা যায় বা সরাসরি মুছে ( Delet ) ফেলা যায়।


POP

POP এর পূর্ণরূপ হল Post Office Protocol. ই-মেইল সার্ভার থেকে ই-মেইল ডাউনলোড করতে বা ই-মেইল পরতে POP প্রোটোকল ব্যাবহৃত হয়। বিভিন্ন ই-মেইল প্রোগ্রাম (যেমন – মাইক্রোসফট আউটলুক) ই-মেইল পরতে বা ডাউনলোড করতে POP প্রোটোকল ব্যাবহার করে।


FTP

FTP এর পূর্ণরূপ হল File Transfer Protocol. ইন্টারনেটে কম্পিউটারগুলোর মাঝে ফাইল পরিবহন বা Transmission করতে FTP প্রোটোকল ব্যাবহার করা হয়।


NTP

NTP এর পূর্ণরূপ হল Network Time Protocol. NTP প্রোটোকল কম্পিউটারগুলোর মাঝে সময়ের সামঁজস্যবিধান বা Synchronize করে।


DHCP

DHCP এর পূর্ণরূপ হল Dynamic Host Configuration Protocol. নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলোকে dynamic IP অ্যাড্রেস বণ্টন করতে DHCP প্রোটোকল ব্যাবহৃত হয়।


SNMP

SNMP এর পূর্ণরূপ হল Simple Network Management Protocol. কম্পিউটার নেটওয়ার্ক এর administration বা প্রসাশন এর বিষয়ে SNMP প্রোটোকল ব্যাবহৃত হয়।


LDAP

LDAP এর পূর্ণরূপ হল Lightweight Directory Access Protocol. ইন্টারনেট থেকে ইমেইল এবং ব্যাবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে LDAP প্রোটোকল ব্যাবহৃত হয়।


ICMP

ICMP এর পূর্ণরূপ হল Internet Control Message Protocol. নেটওয়ার্কে ভুল বা Error গুলোর ব্যাপারে ICMP প্রোটোকল ব্যাবহৃত হয়।


ARP

ARP এর পূর্ণরূপ হল Address Resolution Protocol. RARP প্রোটোকল আইপি দ্বারা ব্যাবহৃত হয়, আইপি ঠিকানার উপর ভিত্তি করে একটি কম্পিউটার নেটওয়ার্ক কার্ডের হার্ডওয়্যার ঠিকানা খুজে পেতে।


RARP

RARP এর পূর্ণরূপ হল Reverse Address Resolution Protocol. RARP প্রোটোকল IP দ্বারা ব্যাবহৃত হয় কম্পিউটার নেটওয়ার্ক কার্ডের হার্ডওয়্যার ঠিকানার উপর ভিত্তি করে IP অ্যাড্রেস খুজে পেতে।


BOOTP

BOOTP এর পূর্ণরূপ হল Boot Protocol. BOOTP প্রোটোকল নেটওয়ার্ক থেকে কম্পিউটার বুট করার জন্য ব্যাবহার করা হয়।


PPTP

PPTP এর পূর্ণরূপ হল Point to Point Tunneling Protocol. ব্যাক্তিগত বা Private নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য PPTP প্রোটোকল ব্যাবহৃত হয়।