ওয়েব পেজে বিভিন্ন ভাবে সিএসএস ব্যবহার করা যায়। বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক।
ওয়েব পেজে ৩ টি উপায়ে সিএসএস ব্যবহার করা যায়। এগুলো হল:-
১) inline style ব্যবহার করে,
২) external style sheet ব্যবহার করে,
৩) internal style ব্যবহার করে।
যখন একই স্টাইল একাধিক ওয়েব পেজ বা এইচটিএমএল ডকুমেন্ট ব্যবহার করার প্রয়োজন হয় তখন এক্সটারনাল স্টাইল সীট পদ্ধতি ব্যবহার করাই উত্তম। প্রতিটি পেজেই অবশ্যই <link> ট্যাগ ব্যবহার করে এক্সটারনাল স্টাইল সীট link করে দিতে হয়। <link> ট্যাগটি অবশ্যই <head> ট্যাগের ভেতর নীচের মতকরে দিতে হয় -
উদাহরণ
<head>
  <link rel="stylesheet" type="text/css" href="mystyle.css" />
</head>
<body>
<p>
webschool.com is a free bangla tuitorial website.
</p>
</body>
সিএসএস স্টাইল সীটে কোন এইচটিএমএল ট্যাগ থাকবে না। স্টাইল সীটকে একটি (.css) file এ save করা হয়। ওপরের এইচটিএমএল কোডের জন্য নিচে একটি স্টাইল সীটের নমুনা দেয়া হল -
উদাহরণ
body {background-color:#999999;}
p {color:red;
font-size:20px;
text-decoration:underline;
}
নোট -সিএসএস প্রপার্টি গুলোর মান বা value এবং একক বা unit এর মাঝে কোন ফাকা স্থান বা space রাখবেন না, কারন তা ইন্টারনেট এক্সপ্লোরার এ সমর্থন করলেও ফায়ারফক্স বা অপেরা তে সমর্থন করে না।
যদি এক ধরনের স্টাইল শুধুমাত্র একটি ওয়েব পেজ বা এইচটিএমএল ডকুমেন্টে ব্যবহার করার জন্য প্রয়োজন হয় তবে ইন্টারনাল স্টাইল সীট পদ্ধতি ব্যবহার করাই উত্তম। ইন্টারনাল স্টাইল সীট প্রকাশ করা হয় এইচটিএমএল ডকুমেন্টের <head> ট্যাগের ভেতর <style> ট্যাগ ব্যবহার করে।
উদাহরণ
<head>
  <style type="text/css">
    body {background-color:yellow;}
    p {color:blue;}
  </style>
</head>
একাধিক এলিমেন্টে ভিন্ন ভিন্ন স্টাইল ব্যবহার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা বেশী থাকে। ইনলাইন স্টাইল ব্যবহার করার জন্য, ঐ ট্যাগের সাথে style এট্রিবিউট ব্যবহার করতে হয়। style এট্রিবিউট যে কোন সিএসএস প্রপার্টির সাথে ব্যবহার করা যায়।
উদাহরণ
<p style="color:blue;margin-left:20px;">This is a paragraph.</p>
একই ওয়েব পেজে একাধিক পদ্ধতির স্টাইল ব্যবহার করা যায়। আবার একটি এইচটিএমএল ডকুমেন্টই একাধিক external স্টাইল সীট ব্যবহার করা যায়।
এই ওয়েব সাইট এর সমস্ত টিউটোরিয়াল, সার্কিট ডায়াগ্রাম, উদাহরণ ইত্যাদি খুব সহজ ও সাধারণ ভাবে তৈরি করা হয়েছে। টিউটোরিয়াল, সার্কিট ডায়াগ্রাম, উদাহরণ ইত্যাদির ভুল পরিহার করার জন্য বার বার যাচাই করা হয়েছে, কিন্তু আমরা এর পূর্ণ নিশ্চয়তা ও দায়ভার বহন করি না। যখন আপনি এই সাইটটি ব্যবহার করেন, আমরা ধরে নেই যে আপনি পড়েছেন এবং সম্মত আছেন আমাদের টার্মস অফ ইউস (Terms of use) এবং প্রাইভেসি পলিসি( Privacy policy) সম্পর্কে।
Report or suggest about this page
Copyright 2016-2019 by websschool.com, All Rights Reserved.